শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০৭:৩৮:২২

৫২ হাজার টাকায় বিক্রি হলো কাতল মাছটি

৫২ হাজার টাকায় বিক্রি হলো কাতল মাছটি

এমটিনিউজ২৪ ডেস্ক : এবার পদ্মায় জেলের জালে ধরা পড়েছে ২৬ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ। শুক্রবার সকালে পদ্মার হরিরামপুর অংশে জেলে বলরাম হালদারের জালে ধরা পড়ে মাছটি।

পরে মাছটি বিক্রি করতে রাজবাড়ীর দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে আনা হয়। সেখানে দুই হাজার টাকা কেজি দরে ৫২ হাজার টাকায় মাছটি কিনে নেন শাকিল সোহান মৎস্য আড়তের মালিক মো. শাজাহান মিয়া সম্রাট।

মাছ ব্যবসায়ী মো. শাহজাহান মিয়া সম্রাট বলেন, সকালে সরাসরি জেলের কাছ থেকে দুই হাজার টাকা কেজি দরে মাছটি কিনে নেই। এরপর মোবাইলে যোগাযোগ করে ২ হাজার ১০০ টাকা কেজি দরে কুমারখালি হেলথকেয়ার কোম্পানির মালিকের কাছে বিক্রি করি।

তিনি আরো বলেন, নদীর পানি কমায় মাঝে মাঝে ধরা পড়ছে বিশাল আকৃতির মাছ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে