বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৪৮:৪৬

মৃত শিশুকে জীবিত দেখিয়ে টাকা আদায়

মৃত শিশুকে জীবিত দেখিয়ে টাকা আদায়

ঢাকা : মৃত শিশুকে ভর্তি রেখে টাকা আদায়সহ নানা অনিয়মের দায়ে রাজধানীর ঝিগাতলার জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  এসময় ছয়জনকে আটক করা হয়।  

বুধবার বিকেলে হাসপাতালে অভিযান চালিয়ে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেয়।

আটক ছয়জন হলেন নজরুল ইসলাম, ডা. শরিফুজ্জামান, মো. কাওসার, মোছা. লিজা, মনতেশ মন্ডল ও সুমন মন্ডল।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন।  তিনি জানান, মঙ্গলবার হাসপাতালটিতে ১ বছর ৪ মাসের একটি শিশু মারা যায়।  কর্তৃপক্ষ তাকে জীবিত দেখিয়ে পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

অনভিজ্ঞ ডাক্তার দ্বারা শিশু রোগের চিকিৎসা করা, মেডিকেল বোর্ড গঠনের কোনো ব্যবস্থা না থাকা, বায়োকেমিস্ট না থাকাসহ নানা অভিযোগে ছয়জনকে আটক করা হয়।  তৎক্ষণাৎ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাসপাতালকে ১১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে র‌্যাব-২ এর উপ-পরিচালক ড. দিদারুল আলম ও  মেজর আতাউর রহমান উপস্থিত ছিলেন।
১০ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে