বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:১৫:৪২

‘বিচারকদের জন্য আচরণবিধি দরকার’

‘বিচারকদের জন্য আচরণবিধি দরকার’

ঢাকা: উচ্চ আদালতের বিচারকদের জন্য আচরণবিধি থাকা দরকার বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

বৃহস্পতিবার সচিবালয়ে ইউরোপীয় পার্লামেন্ট ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বিচারপতিরা সম্মানীয়, তাদের আচার-আচরণ অন্যের জন্য অনুকরণীয়। কিন্তু বাস্তব অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে, এখন তাদের জন্য আচরণবিধির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

কারা এ আচরণবিধি তৈরি করবেন- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এ ব্যাপরে সরকার প্রধান বিচারপতিকে পরামর্শ দেবে।’

সম্প্রতি প্রধান বিচারপতির সঙ্গে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বাদানুবাদ, মীর কাসেম আলীর পক্ষে সাবেক বিচারপতির ওকালতি ইত্যাদি বিষয়ে ইঙ্গিত করে মন্ত্রী আজ এসব কথা বলেন।
১১ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে