বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৪৭:৫০

এবার এক মাসের আল্টিমেটাম

এবার এক মাসের আল্টিমেটাম

ঢাকা: প্রখ্যাত সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনি খুন হওয়ার ঘটনার পর কেটে গেছে ৪টি বছর। খুন হওয়ার পরের দিন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন খুনিদের ৪৮ ঘণ্টার মধ্যে ধরা হবে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ৪৮ মাস কেটে গেলেও খুনের মূলহতা এখনও গ্রেপ্তার হয়নি। এমতাবস্থায় হত্যাকারীদের গ্রেপ্তারে এবার ১ মাসের আলটিমেটাম দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

বুধবার সাগর-রুনি হত্যার ৪ বছর পূর্তি উপলক্ষে ডিআরইউর সামনে আয়োজিত এক সমাবেশে এ আল্টিমেটাম দেন ডিআরইউর সভাপতি জামাল উদ্দিন।

সমাবেশে জামাল উদ্দিন বলেন, ‘আগামী ১ মাসের মধ্যে যদি চাঞ্চল্যকর এই হত্যার খুনিদের গ্রেপ্তার করা না হয়, তাহলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দেবে।’

তিনি বলেন, ‘সাধারণ মানুষের কাছে যখন শুনি সাংবাদিক মারলে কিছু হয় না, তখন আমরা লজ্জা পাই। সবাই ঐক্যবদ্ধ থাকলে এ হত্যাকাণ্ডের বিচার একদিন অবশ্যই হবে।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ‘সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন হত্যাকারীদের ধরতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন, সে সময়কার আইজিপি হত্যাকাণ্ডের মামলায় অগ্রগতির কথা বলেছিলেন। কিন্তু কার ইশারায়, হত্যার ৪ বছরেও হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি তা জাতি আজ জানতে চায়।’

সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিয়ে সরকার পার পাবেন না বলে উক্ত সমাবেশ থেকে হুঁশিয়ারি দেয়া হয়।
১১ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে