ঢাকা: দেশের অন্যতম সেরা শিক্ষালয় ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে আসন্ন এইচএসসি পরীক্ষার কেন্দ্র করতে ‘না’ বলেছে খিলগাঁও মডেল কলেজের পরীক্ষার্থীরা। তার আজ ভিকারুননিসা স্কুলে পরীক্ষার কেন্দ্র না বসানোর দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর খিলগাঁও এলাকায় ওই পরীক্ষার্থীরা বিক্ষোভ করে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, তেমন বড় কোনো ঘটনা নয়। শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল। তারা গিয়ে বোঝানোর পর পরীক্ষার্থীরা চলে যায়।
১১ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম