ঢাকা: মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে পাকিস্তানের কটূক্তিপূর্ণ বক্তব্য এবং মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে সমগ্র দেশবাসী মুক্তিযুদ্ধের চেতনায় এখন ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের ‘নেতাদের সঙ্গে বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, ‘আগামী ১৫ ফেব্রুয়ারি রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত দীর্ঘ ১৫ কিলোমিটার এলাকায় মানববন্ধন কর্মসূচিতে লাখ লাখ মানুষের অংশগ্রহণের মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দেয়া হবে যে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এখনো ঐক্যবদ্ধ।
তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশে একাত্তরের পরাজিত শত্রুদের হস্তক্ষেপ সহ্য করা হবে না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের অবৈধ হস্তক্ষেপের বিষয়টি জাতিসংঘ ও সার্কে অভিযোগ করার জন্য নেতৃবৃন্দ সরকারের প্রতি দাবি জানান।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এসএম কামাল হোসেন, জাতীয় পার্টির (জেপি) সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু প্রমুখ।
১২ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম