ঢাকা: রাজধানীর পূর্ব রামপুরার একটি বাসার রান্নাঘরে সিগারেট জ্বালাতে গিয়ে আগুনে পুড়ে গেছে এক ছাত্রসহ দু’জন। শুক্রবার ভোররাতের দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় দগ্ধ দুই ব্যক্তি হলেন- মো. সারোয়ার হোসেন সজীব (২৬) ও মো. রাকিব হোসেন (২২)। সারোয়ারের পরিচয় তাৎক্ষণিক জানা না গেলেও রাকিব কুমিল্লা জেলার আব্দুল কাদেরের ছেলে বলে জানা গেছে।
আহত এই দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল জানান, রাকিব হোসেনের শরীরের ২৫ শতাংশ ও সারোয়ার হোসেনের শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে।
এ বিষয়ে রাকিব হোসেনের বড় ভাই মামুন হোসেন জানান, ‘রাকিব কাকরাইলের হাবিবুল্লাহ কলেজে ম্যানেজমেন্ট শাখার প্রথম বর্ষের ছাত্র। আর সারোয়ার হোসেন একটি দরজির দোকানে কাজ করেন। তারা দু’জন ওই বাসার একরুমে ভাড়া থাকত। ভোরে তারা রান্না ঘরে সিগারেট ধরানোর জন্য যান। গ্যাসলাইট দিয়ে সিগারেট জ্বালাতে গেলে রান্নাঘরে আগুন লেগে যায়। এ সময় তারা দগ্ধ হন।
১২ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম