ঢাকা: সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আত্মজীবনী ‘আমার জীবন, আমার কর্ম’ খুব শিগগিরি একুশে বই মেলায় আসতে যাচ্ছে। বইটিতে এরশাদ নিজের সামরিক ও রাজনৈতিক জীবনের ঘটনাগুলো খুব নিখুতভাবে তুলে ধরেছেন।
নিজের জীবনের সকল খুঁটিনাটি বিষয় নিয়ে লেখা এই আত্মজীবনীর কাজ এরই মধ্যে শেষ করেছেন তিনি। আগামী ২৩ ফেব্রুয়ারি বইটির মোড়ক উন্মোচন করা হবে বলে জানা গেছে। এরপর বইটি এবারের একুশের গ্রন্থমেলায় যাবে।
এইচ এম এরশাদ নিজেই এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, গত ২ বছরে বইটি লিখেছেন এরশাদ।
এরই মধ্যে বইয়ের প্রচ্ছদ ও মেকআপের কাজ শেষ হয়েছে। পাঠানো হয়েছে ছাপাখানায়।
জানা গেছে, বইটিতে উঠে এসেছে জিনাত মোশাররফের প্রসঙ্গটিও। এছাড়া রওশন এরশাদ, বিদিশা ও তার নিকটবর্তী অনেকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন তিনি।
তার শৈশব, কৈশোর, কর্মজীবন ও রাজনৈতিক জীবনের প্রায় সব কটি ঘটনা উঠে এসেছে এই বইয়ে। এক হাজার পৃষ্ঠার বইটির মূল্যও ধরা হয়েছে এক হাজার টাকা।
১২ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম