নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে হাজীগঞ্জ আইলপাড়া এলাকায় ডিবি পুলিশের উপর মাদক বিক্রেতারা ‘হামলা’ চালিয়েছে। দু’পক্ষের ধস্তাধস্তির পর এ সময় ৬ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এদের মধ্যে ৩ জনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে। বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আটকৃতরা হলেন, সুফিয়ান, রাজু ও বাপ্পী এদের বয়স ২০-২৫ এর মধ্যে। তারা ফতুল্লার হাবিব ও সিদ্ধিরগঞ্জের নীরব নামে দুই ব্যক্তি হত্যা মামলার আসামি। আটক অপর ৩ জন একেক সময়ে একেক নাম পরিচয় দিচ্ছে। সেগুলো যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল, ৫টি তাজা ককটেল, ৫শ’ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির এসআই মাজহার হোসেন।
এ অভিযানে ধস্তাধস্তিতে ডিবির একজন এসআই আহত হয়েছেন বলেও জানান ওই কর্মকর্তা।
তিনি আরও জানান, হাজীগঞ্জ ইকবাল মিয়ার বাড়িতে মাদক ব্যবসায়ীরা জড়ো হয়েছে খবরে সেখানে অভিযান চালানো হয়। ডিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ৫-৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে ৬জনকে আটক করা হয়।
১২ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম