শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৩০:২০

বাবা হচ্ছেন রেলমন্ত্রী?

বাবা হচ্ছেন রেলমন্ত্রী?

ঢাকা : বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী মুজিবুল হক বাবা হচ্ছেন? এমন খবর সকাল থেকেই ঘুরছে বিভিন্ন নিউজ পোর্টালে। তবে বাবা হচ্ছেন কি হচ্ছেন না, এমন কোন খবর নিশ্চিত করা হয়নি রেলমন্ত্রী মুজিবুল হকের পক্ষ থেকে।

একটি অনলাইন নিউজপোর্টাল তাদের এক প্রতিবেদনে বলেছেন, রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়মিত শারীরিক পরীক্ষা করছেন। তিনি এখন ছয় মাসের সন্তানসম্ভাবা।

অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার স্কয়ার হাসপাতালের একজন গাইনি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন। সবকিছু ঠিক ঠাক থাকলে দুই/তিন মাসের মধ্যে রেলমন্ত্রী সন্তানের মুখ দেখবেন।

২০১৪ সালের ৩১ অক্টোবর ৫ লাখ ১ টাকা দেনমোহরে কুমিল্লার চান্দিনা উপজেলার মীরাখোলা গ্রামের মেয়ে হনুফা আক্তার রিক্তার সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রায় ৬৮ বছর বয়সী মুজিবুল হক।

এ প্রসঙ্গে ওই অনলাইন পোর্টালটি রেলমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেছেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো খবর নেই।’

একটু বেশি বয়সে বিয়ে করলেও সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই কনেকে ঘরে তুলেন রেলমন্ত্রী। গায়ে হলুদ, কনের বাড়িতে ধুমধামের সঙ্গে বিয়ের আয়োজন, ঢাকা থেকে বরযাত্রী নিয়ে যাওয়া থেকে শুরু করে বৌভাত কোনটারই কমতি ছিল না বিয়েতে।

১৯৪৭ সালের ৩১ মে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে মো. মুজিবুল হক জন্মগ্রহণ করেন।

১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে তিনি চৌদ্দগ্রাম থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর থেকে তিনি রেলপথমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। অন্যদিকে ১৯৮৫ সালের ২০ মে হনুফা আক্তার ওরফে রিক্তা জন্মগ্রহণ করেন। সে হিসেবে বর্তমানে তার বয়স প্রায় ৩১ বছর। সূত্র : ঢাকাটাইমস
১২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে