মঙ্গলবার, ০২ এপ্রিল, ২০২৪, ১১:০১:৫৯

সুখবর মাদ্রাসার শিক্ষকদের জন্য

সুখবর মাদ্রাসার শিক্ষকদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : চাঁদ দেখা সাপেক্ষে এবার ঈদুল ফিতর উদযাপন হবে ১০ অথবা ১১ এপ্রিল। এ অবস্থায় বেসকারি মাদ্রাসার শিক্ষকরা মার্চ মাসের বেতন-ভাতার সঙ্গে ঈদুল ফিতর এবং বৈশাখি উৎসবের বোনাসের টাকা তুলতে পারবেন ৩ এপ্রিলের পর।

তবে বেসরকারি স্কুল-কলেজের মার্চ মাসের বেতন-ভাতার চেক ছাড় হলেও উৎসব বোনাসের চেক এখনও ছাড় হয়নি। তাই ঈদের আগে বেতন-বোনাসের অর্থ পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন শিক্ষক-কর্মচারী।

তবে স্কুল-কলেজের শিক্ষকরা ঈদের আগেই বোনাস পাবেন বলে আশ্বস্ত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
মাউশির ডিজি নেহাল আহমেদ বলেন, এবার ঈদের আগেই শিক্ষকরা বেতন-বোনাস পাবেন। আমরা সার্বক্ষণিক মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি দুই/তিনদিনের মধ্যে শিক্ষকদের বেতন-বোনাসের চেক ব্যাংকে পাঠাতে পারব।

জানা গেছে, বেতন-ভাতার অনুমোদন হয় মন্ত্রণালয় থেকে। শিক্ষক-কর্মচারীদের বেতনের চেকে মন্ত্রণালয়ের স্বাক্ষর করার পর তা অধিদফতরকে পাঠানো হয়। পরবর্তীতে অধিদফতর সেই চেক ব্যাংকে পাঠায়। এরপর শিক্ষকরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে