শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:০৭:৪৯

ঢাকায় এবার চার স্থানে বসন্ত উৎসব

ঢাকায় এবার চার স্থানে বসন্ত উৎসব

ঢাকা: আগামীকাল ঋতুরাজ বসন্তের প্রথম দিন। পাতা কুড়ানোর এই দিনে বসন্তের সাজে মেতে উঠবে বাঙালির হৃদয়। জাগবে নুতন আশা, নতুন কোন স্বপ্ন। ঋতুরাজকে বরণ করতে এবার ‘এসো মিলি প্রাণের উৎসবে’ স্লোগানে শনিবার রাজধানীর চারটি মঞ্চে একযোগে অনুষ্ঠিত হবে বসন্ত উৎসব।

এর আয়োজন করেছে জাতীয় বসন্ত উদযাপন পরিষৎ। মূল আয়োজনটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। এছাড়াও লক্ষ্মীবাজারের বাহাদুর শাহ পার্ক, ধানমণ্ডি লেকের রবীন্দ্র সরোবর ও উত্তরার ৭ নং পার্কের মাঠে বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় বসন্ত উদযাপন পরিষৎ-এর সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন পরিষৎ-এর সহ-সভাপতি কাজল দেবনাথ, স্থপতি শফিউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট প্রমুখ।
১২ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে