ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় সঠিক পথেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) তদন্ত করছে ববে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “‘সুষ্ঠু’ বিচার নিয়ে সরকার আশাবাদী। খুব শিগগিরই এ হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচিত হবে। সেই সঙ্গে দোষীদের শাস্তিও নিশ্চিত হবে।”
উল্লেখ্য, ২০১২ সালের ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজ ভাড়া বাসায় খুন হন।
১২ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম