নিউজ ডেস্ক: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার নির্ধারিত পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের পথে শনিবার মাঝরাতে ঢাকার শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
উল্লেখ্য, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান সফর করবেন মাহমুদ আব্বাস। যাত্রাপথে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি দুই ঘণ্টার জন্য যাত্রাবিরতি করবেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে।
১২ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম