ঢাকা: সরকার যত ষড়যন্ত্রই করুক, ৪৮ ঘণ্টা সময় পেলে বাংলাদেশের যেকোনো জায়গায় বিএনপি নির্ধারিত সময়ে কাউন্সিল করবে। প্রয়োজনে বটগাছের নীচে অথবা কারো বাসার ছাদে কাউন্সিল করবো বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নোমান বলেন, ‘কাউন্সিল করার জন্য সরকারের কাছে চেয়েও আমরা পাচ্ছি না। সম্ভবত বিএনপির কাউন্সিল হোক এটা সরকার চায়না। কিন্তু আমরা নির্ধারিত তারিখে কাউন্সিল করবো। সরকার জায়গা না দিলে দেশের যে কোনো জায়গায় কাউন্সিল করবো। প্রয়োজন হলে বটগাছের নীচে অথবা কারো বাসার ছাদে হলেও কাউন্সিল হবে।’
ইউপি নির্বাচন প্রসঙ্গে নোমান বলেন, ‘বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে। কিন্তু সরকার সে পরিবেশ সৃষ্টি করছে না। বিএনপি নির্বাচনকে ভয় পায় না। কিন্তু নির্বাচনের নামে যে প্রহসন হচ্ছে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’
নাগরিক দলের সভাপতি শাহজাদা সৈয়দ মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতউল্লাহ
১২ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম