ঢাকা : ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আগামী কাউন্সিলে ওই পদ থাকে না সরালে দলটি অতল গহ্বরে হারিয়ে যাবে।’
আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিছায় স্বাধীনতা হলে বাংলাদেশ অাওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের প্রজন্ম লীগের প্রতিনিধি সভায় বাংলাদেশ আওয়ামী লিগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি নাকি তার সিনিয়র ভাইস-চেয়ারম্যান পদটি কাউন্সিলের মাধ্যমেই নির্বাচন করে থাকেন এবং এবারও তাই করবেন। তবে যিনি এই পদে রয়েছেন তাকে যদি এই কাউন্সিলের মাধ্যমে সরিয়ে দেয়া না হয় তাহরে বিএনপি অতল গহ্বরে হারিয়ে যাবে।’
হাছান মাহমুদ যুদ্ধাপরাধীরের কথা উল্লেখ্য করে বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর বর্বর আচরণের জন্য যেমন ৭০ বছর পরেও তদের খুঁজে খুঁজে বাহির করে বিচারের কাঠগড়ায় দাড় করনো হচ্ছে, ঠিক তেমনি আমাদের দেশে যারা ১৯৭১ সালে এমন বর্বর আচরণ করেছেন তাদের বিচার প্রত্রিয়াও অব্যাহত থাকবে। সম্প্রতি ৯৩ বছর বয়সের একজন নাৎসি বাহিনীর বিচার শুরু হয়েছে’।
সাবেক এই মন্ত্রী এও বলেন, ‘বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার এবং এর রায় কার্যকরে জনগণের নিকট দায়বদ্ধ। যত দিন পর্যন্ত এ দেশে একজনও যুদ্ধাপরাধী বেঁচে থাকবে তত দিন পর্যন্ত এ বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে।’
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমান সরকার যখন যুদ্ধাপরাধীদের রায় কার্যকর শুরু করে তখন আমাদের অনেক বিদেশি তাদের বন্ধু মৃত্যুদণ্ড বন্ধের জন্য আবেদন করেছেন। এসব বিদেশি বন্ধুদের প্রতি অনুরোধ আপনারা দয়া করে যারা লাখ লাখ মানুষ মেরেছিল তাদের পক্ষে আবেদন করা থেকে বিরত থাকুন।’
১২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই