নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত বুধবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে একপর্যায়ে সতর্ক করে দিয়েছেন দলীয় নেতাদের। তিনি বলেছেন, দলের কে কোথায় কি করছেন তা তার জানা রয়েছে। দলের বর্তমান অবস্থায় নেতাদের এমন কর্মকাণ্ড কখনো কাম্য নয়। যে কাজ করলে বর্তমান সময়ে দলকে সামনের দিকে এগিয়ে নেয়া যাবে সেই কাজটিই সবার করা উচিৎ, অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
অন্যদিকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে দলেরন স্থায়ী কমিটির কয়েকজন সদস্য ক্ষোভ প্রকাশ করেছেন। বৈঠকে এক নেতা দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কো-চেয়ারম্যান করার প্রস্তাব দেন। দলের সিনিয়র কয়েকজন নেতার আপত্তির মুখে পরে সিদ্ধান্ত হয়, চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান উভয় পদেই নির্বাচন হবে।
খালেদা জিয়া বলেন, ‘আমি আপনাদের বিষয়ে নানা ধরনের কথা শুনি। কোন নেতা কোথা যান এবং কার কার সাথে বৈঠক করছেন এবং কে কোথায়
ষড়যন্ত্র করছেন তার সবই আমার কাছে খবর আসে। আপনারা কে কি করতে চান এবং করছেন তার চেয়েও বেশি তথ্য আমার কাছে রয়েছে।’
তিনি আরো বলেন, ‘কয়েক মাস ধরে বিএনপির শীর্ষ নেতৃত্ব নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন চলছে। দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। জেলে, বাসায় কিংবা অফিসে বসে কারা ষড়যন্ত্র করছেন, আমি সবই জানি। দল করতে চাইলে করেন, না হলে বিএনপি চলে যান। বিএনপিতে নেতার অভাব হবে না। ষড়যন্ত্র করলে তৃণমূলের রোষানলে পড়বেন।’
প্রায় দুই ঘণ্টা স্থায়ী বৈঠকে দলের নেতাদের খালেদা জিয়া এসব কথা বলেন। বৈঠকে সিনিয়র ভাইস চেয়ারম্যান থেকে তারেক রহমানকে কো-চেয়ারম্যান করার প্রস্তাব রাখেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। কিন্তু এ নিয়ে অনেক নেই আপত্তি তোলেন বলে জানা যায়। একপর্যায়ে শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ঘিরে তার বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা জানানো হয় বৈঠকে।
জানা যায়, কমিটির সদস্যদের কথা শোনার পর খালেদা জিয়া আরো কয়েকটি প্রসঙ্গ তুলে ধরেন। এবং তিনি জানান, আগামী দিনে দলের সব স্তরে তরুণদের নেতৃত্বে আনা হবে। এ ছাড়া বৈঠকের সিদ্ধান্ত নানাভাবে ফাঁস হয়ে যায় বলে উল্লেখ করে তিনি নেতাদের সতর্ক করেন।
১২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই