মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ০৬:০৩:৪৯

এবার যে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদফতর

এবার যে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদফতর

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রায় ৪০ ডিগ্রি তাপমাত্রায় রাজধানীর জনজীবন যখন অতিষ্ঠ তখন একপশলা বৃষ্টি কিছুটা স্বস্তির আবেশ ছড়িয়েছে। তবে এই স্বস্তি সাময়িক বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। চলমান তাপদাহ আপাতত প্রশমণ হবে না বলে জানিয়েছেন তারা। তাপমাত্রা আরও বেড়ে আগামী কয়েক দিনে গরম আরও বেশি অনুভূত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীতে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও ঝড়ও হয়েছে। ঢাকা ছাড়াও দেশের আরও বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে দুঃসংবাদ হলো, এই বৃষ্টিতে তাপমাত্রা কমবে না।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বিবিসি বাংলাকে বলেন, আগামী ২০ এপ্রিলের পরে গরমের তীব্রতা আরও বৃদ্ধির পূর্বাভাস করা হচ্ছে। আগামী ২০ তারিখের পর বিভিন্ন জায়গায় গরমের ব্যাপ্তি আরও বাড়বে। কোথাও কোথাও তাপমাত্রা ৪১ ডিগ্রি হতে পারে বলে তিনি জানিয়েছেন।

দেশের কিছু জায়গায় ইতোমধ্যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব জায়গা হচ্ছে - রাজশাহী, রংপুর, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গা।

আবহাওয়া অধিদফতর বলছে, মৃদু তাপপ্রবাহে তাপমাত্রা থাকে ৩৬ ডিগ্রি থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস। এবং মাঝারি তাপপ্রবাহে তাপমাত্রা থাকে ৩৮ ডিগ্রি থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস। এই তাপ প্রবাহের তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছে না আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, কয়েক দিন পরে ময়মনসিংহ, সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়ার কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। তবে সে সম্ভাবনা কম বলে তিনি উল্লেখ করেন।

আবহাওয়াবিদ বলেন, যে বৃষ্টিপাত হবে তাতে গরমের তীব্রতা কমবে না। গরমের তীব্রতা কমে আসার জন্য যে ধরনের বৃষ্টিপাত প্রয়োজন সেটির সম্ভাবনা দেখা যাচ্ছে না।

আবহাওয়া অফিসের আভাস অনুযায়ী, বুধবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া বিভাগ বলেছে, গত বছরের এই দিনে অর্থাৎ ১৬ এপ্রিল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল। তখন তাপমাত্রা ছাড়িয়েছিল ৪০.৬০ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহ নাগাদ ঢাকার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।

এদিকে আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেল ৩টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমেরও সর্বোচ্চ তাপমাত্রা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে