মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ০৯:৫৬:৩৫

হঠাৎ রাজধানীতে কালবৈশাখীর আঘাত

হঠাৎ রাজধানীতে কালবৈশাখীর আঘাত

এমটিনিউজ২৪ ডেস্ক : গত কয়েক দিন ধরে প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা রাজধানীবাসীর। অবশেষে ঝরল প্রশান্তির বৃষ্টি। তবে সঙ্গে তীব্র ঝড়ে কিছুটা বিড়ম্বনাও পোহাতে হয়েছে নগরবাসীর।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালেও ছিলো তীব্র রোদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের তীব্রতাও বাড়তে থাকে। দুপুরের পর থেকে আকাশে শুরু হয় মেঘের ঘনঘটা। বিকেল নাগাদ ঝড়ো বাসাতে ধুলোময় হয়ে ওঠে রাজধানী। পরক্ষণেই শুরু হয় বর্ষণ।

 বৃষ্টিতে গরম কমে গেলেও, ঝড়ে অনেকেই ভোগান্তিতে পড়েছেন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সময় সংবাদের প্রতিবেদকরা জানান, বৃষ্টি শুরু হওয়ার পর বাতাস হলে সমস্যা হতো না। কিন্তু বৃষ্টি শুরু হওয়ার প্রায় আধাঘণ্টা আগে থেকেই বাতাসে ধুলোবালি উড়তে থাকে। ঘরবাড়ি দোকানপাট ধুলো ময়লায় ছেয়ে যায়। সমস্যায় পড়তে হয় পথচারীদেরও। তবে বৃষ্টি শুরু হওয়ার পর ধুলোর সমস্যা মিটে যায়।

বৃষ্টির কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন ভ্রাম্যমাণ দোকানি, পথচারী এবং রিকশার চালকরা। বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় ফুটপাতের বিক্রেতাদের দোকান গুটিয়ে নিতে দেখা যায়। কিছু কিছু জায়গায় গাছের ডালপালা ভাঙার খবর পাওয়া গেছে।

রাজধানীর সদরঘাট থেকে প্রতিবেদক জানান, ঝড়বৃষ্টি শুরু হওয়ার সময় অনেক খেয়া নৌকা বুড়িগঙ্গা নদীর মাঝখানে ছিলো। বাতাসের গতি তীব্র হওয়ায় তাদের বিড়ম্বনায় পড়তে হয়। অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৈশাখের শুরুতেই তাপপ্রবাহে নাকাল রাজধানীবাসী। ৫৪ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে