স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সর্ববৃহৎ সেতু হবে পদ্মাসেতু। কোটি কোটি মানুষের এই সেতুর কাজের অগ্রগতি নিয়ে মুখ খুলেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
মাওয়া-কাওরাকান্দিতে চলমান পদ্মাসেতুর কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী বলেন, এ বছরের মে মাসেই প্রথম লেয়ারের কাজ শেষ হবে।
যোগাযোগ মন্ত্রী বলেন, অপার সম্ভাবনার বাংলাদেশকে সকল দিক থেকে সাজানোর জন্য কাজ করে যাচ্ছে সরকার। জনগনের যানজট সমস্যা নিরসনের চেষ্টা সরকারের একটি বিশেষ লক্ষ্য।
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের নিজেদের সামর্থ্যর বিষয়ে ইঙ্গিত দিয়ে বলেন, আমরা এক সময় গর্ব করে বলতে পারব যে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে একটি বিশাল সেতু আমরা নির্মাণ করতে পেরেছি।
মন্ত্রী বলেন, আমাদের দেশের অনেক সমস্যা রয়েছে কিন্তু বাংলাদেশ চোরের জাতি নয়। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নেয়ার দায়িত্ব যুব ও ছাত্র সমাজের।
দেশের রাজনীতিক ও অন্যান্য সকল সমস্যা সমাধানের জন্য তিনি ছাত্রদের অংশ গ্রহণ প্রত্যাশা করেন এ সময়। এ সময় আরো বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, ছাত্ররাই একদিন দেশের হাল ধরবে। আমাদের দেশের অনেক সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো সম্পর্কে ছাত্রদের সব সময় সচেতন থাকতে হবে।
১২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর