শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৫৯:৪০

সুন্দরবন ছেড়ে এখন ঢাকার রাজপথে বাঘ

সুন্দরবন ছেড়ে এখন ঢাকার রাজপথে বাঘ

নিউজ ডেস্ক: সুন্দরবন ছেড়ে এখন ঢাকায় এসেছে বড় বাঘ । আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অনুষ্ঠিত হলো বাঘ সচেতনতা ক্যাম্পেইন। দিনভরর কর্মসুচির আয়োজনে ছিল বিশাল বড় একটি বাঘ। সত্যিকারের বাঘ নয়, একটি বড় বাসকে পুরো বাসের রূপ দেওয়া হয়। বাইরে বাঘাকৃতি হলেও ভেতরে ছিল একটুকরো সুন্দরবন। শিশুদের সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য কৃত্রিমভাবে দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। সুন্দরবনের নদীনালা, বাঘের বিচরণ এলাকা, বাঘ বিলুপ্তির কারণ দেখানো হয়। বাচ্চাদের জন্য এই আয়োজনের কারণ সম্পর্কে আয়োজকদের একজন দেওয়ান জানান, আসলে সুন্দরবনে বাঘের সংখ্যা কমে যাচ্ছে। বাংলাদেশে বাঘের সংখ্যা এখন মাত্র ১০৬ টি। বাঘের বিরুদ্ধে মানুষ যেন হিংস্রতা প্রদর্শন না করে, বাঘ হত্যা ও নিধন থেকে বিরত থাকে এজন্যই দিনভর এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।  

বড় বাঘের আগমনে শিশুরা বেশ আনন্দ পেয়েছে এমনটাই জানালেন যাত্রাবাড়ি থেকে আসা ব্যাংক কর্মকর্তা। তিনি বলেন, আমার বাচ্চারা বেশ আনন্দ পেয়েছে একইসাথে তারা কিছু শিখতেও পেরেছে।
১২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রদিপ/পিবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে