শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ০৬:০৮:২৪

হিটস্ট্রোকে ২ জন নিহত

হিটস্ট্রোকে ২ জন নিহত

এমটিনিউজ২৪ ডেস্ক : পাবনা ও চুয়াডাঙ্গায় হিটস্ট্রোকে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) তাদের মৃত্যু হয়।

পাবনা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম জানান, পাবনায় তীব্র গরমের কারণে হিটস্ট্রোকে একজনের মৃত্যু। মৃত সুকুমার দাস (৬০) পাবনার শহরের শালগাড়িয়া জাকিরের মোড়ের বাসিন্দা।

পাবনা থেকে মো. সবুজ মোল্লা  জানিয়েছেন, শনিবার (২০ এপ্রিল) পাবনার ঈশ্বরদীতে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা পাবনা জেলায় চলতি মৌসুমের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, কয়েকদিন ধরেই পাবনায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজকে রেকর্ড করা হয়েছে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, এ বছর এতো তাপমাত্রা রেকর্ড হয়নি। ঈশ্বরদীসহ আশপাশের এলাকাজুড়ে তীব্র তাপপ্রবাহ বইছে। এ তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, ‘দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখনই বলা যাচ্ছে। সন্ধ্যার পর অন্যান্য জেলার তথ্য নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সন্ধ্যাকালীন বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হবে।’
 
এদিকে, চুয়াডাঙ্গা থেকে মাহফুজ মামুন  জানিয়েছেন,  চুয়াডাঙ্গার দামুড়হুদায় হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

মৃত কৃষকের নাম জাকির হোসেন। মাঠে পাটের বীজ লাগানোর সময় অতিরিক্ত গরমে তার মৃত্যু হয়। সকালে দামুড়হুদার ঠাকুরপুর গ্রামের পশ্চিমপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

জাকির হোসেন দামুড়হুদা উপজেলার দর্শনা ঠাকুরপুর গ্রামের আমির হোসেনের ছেলে ও ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের নিরাপত্তা কর্মী ছিলেন।

দামুড়হুদা কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার হারুনর রশিদ জানায়, শনিবার সকালে জাকির হোসেন নিজের জমিতে পাটের বীজ লাগাতে যান। এ সময় অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েন। তাকে অসুস্থ অবস্থায় মাঠের অন্য কৃষকরা উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যান। তার মরদেহ পরে বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়। গ্রামের কবরস্থানে দাফন করা হবে।
 
শনিবার (২০ এপ্রিল) দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে তীব্র তাপ প্রবাহ শুরু হয়েছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) তীব্র দাবদাহের কারণে জেলায় সতর্কতা জারি করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করেছে জেলা প্রশাসন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে