সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ১১:৪৩:১০

বেপরোয়া গতির বাসচাপায় ৪ পথচারী নিহত

বেপরোয়া গতির বাসচাপায় ৪ পথচারী নিহত

এমটিনিউজ২৪ ডেস্ক : কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় চারজন নিহত হয়েছেন।

সোমবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির রায়পুর মালিখিল এলাকায় রাস্তা পার হওয়ার সময় একুশে পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। 

নিহতরা হলেন: কুমিল্লা জেলার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী এলাকার শাহজালালের স্ত্রী দিলবাল নেছা (৫০), তার মেয়ে শাহিনুর আক্তার (২৪) এবং শাহিনুরের মেয়ে রাইসা (দেড় বছর) ও সায়মা (৩)।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম।

পুলিশ জানায়, রাতের দিকে রায়পুর মালিখিল বাসস্ট্যান্ড এলাকায় এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন পথচারীরা। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহনের বেপরোয়া গতির একটি বাস পথচারীদের চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান একজন। গুরুতর আহত অবস্থায় গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও দুজন মারা যান। এদের মধ্যে একটি শিশুকে উন্নত চিকিৎসার জন্য  ঢাকায় পাঠানো হলে পথে সে মারা যায়।

কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম সময় সংবাদকে জানান, দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের স্থানীয়দের সাহায্যে হাসপাতালে পাঠায়। ঘাতক বাসটি পালিয়ে গেলেও একই কোম্পানির অন্য একটি বাস জব্দ করা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে