মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ০৯:৩৫:০৭

হিটস্ট্রোকে কাঁপতে কাঁপতে রাস্তায় ঢলে পড়েই মৃত্যু!

হিটস্ট্রোকে কাঁপতে কাঁপতে রাস্তায় ঢলে পড়েই মৃত্যু!

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর বকশিবাজার এলাকায় রাস্তায় আব্দুল আওয়াল (৪৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। হিটস্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২২ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে ওই রিকশাচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুমন বসাক জানান, খবর পেয়ে বকশিবাজার সংলগ্ন ঢাকা নার্সিং কলেজের পেছনের রাস্তা থেকে অচেতন অবস্থায় ওই রিকশাচালককে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ব্যক্তি রিকশা চালিয়ে এসে নার্সিং কলেজের পেছনের রাস্তায় কাঁপতে কাঁপতে রাস্তায় পড়ে অচেতন হয়ে যান। ধারণা করা হচ্ছে, হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. কিশোর কুমার জানান, ওই রিকশা চালককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে তার মৃত্যু হিটস্ট্রোকে হয়েছে কি না, ময়নাতদন্তের পর জানা যাবে।

মারা যাওয়া আওয়ালের রিকশার গ্যারেজ মালিক মহিবুল আলম বলেন, আওয়ালের বাড়ি হবিগঞ্জের লাখাই থানার সিংহগ্রামে। বাবার নাম আজম আলী। বর্তমানে নারায়ণগঞ্জ ফতুল্লা শিবু মার্কেট এলাকায় থাকতেন আওয়াল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে