মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ০১:৪৮:২১

আল্লাহর কাছে পানাহ চেয়ে ইস্তিসকার নামাজে মুসুল্লিদের কান্না

আল্লাহর কাছে পানাহ চেয়ে ইস্তিসকার নামাজে মুসুল্লিদের কান্না

এমটিনিউজ২৪ ডেস্ক : তীব্র থেকে অতি তীব্র দাবদাহ, সঙ্গে কড়া রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে চুয়াডাঙ্গাসহ এ অঞ্চলের জনজীবন। এই প্রচণ্ড গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে পানাহ চেয়ে ইস্তিসকার নামাজ আদায় করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন ফুটবল মাঠে এ নামাজে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

চুয়াডাঙ্গা জেলা সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের উদ্যোগে ইস্তিসকার নামাজে ইমামতি করেন মাওলানা নুরুদ্দীন।

নামাজ শেষে দেশের ওপর দিয়ে বয়ে চলা তীব্র দাবদাহ থেকে আল্লাহর কাছে মুক্তি চাওয়া হয়। এ সময় মুসল্লিরা কান্না ভেঙে পড়েন।

অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা বশির আহমেদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে