মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ০৩:৪৬:৫২

ভরিতে এক লাফে বিশাল কমলো স্বর্ণের দাম

ভরিতে এক লাফে বিশাল কমলো স্বর্ণের দাম

এমটিনিউজ২৪ ডেস্ক : সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।  আর এতে ভরিতে এক লাফে বিশাল কমলো স্বর্ণের দাম। ভালো মানের সোনার দাম ভরিতে তিন হাজার ১৩৮ টাকা কমানো হয়েছে। এখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ক‌মে হ‌চ্ছে ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা। এর আগে দাম ছিল ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২১ এপ্রিল সোনার দাম ভরিতে ৬৩০ টাকা বাড়ায় বাজুস। তবে তার আগের দিন ২০ এপ্রিল ৮৪০ টাকা কমানো হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে