মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ০৯:৫৪:২৯

একেবারে খাদে গিয়ে পড়ল বেপরোয়া গতির যাত্রীবাহী বাস, যত জনের মৃত্যু

একেবারে খাদে গিয়ে পড়ল বেপরোয়া গতির যাত্রীবাহী বাস, যত জনের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : বাগেরহাটের কচুয়ায় রাস্তার পাশে থাকা দোকানে ঢুকে খাদে পড়েছে বেপরোয়া গতির যাত্রীবাহী বাস। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া উপজেলার মাঠ বাড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ সময় বাসে থাকা রাকিব নামে এক যাত্রী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়ার পর সেখানে তিনি মারা যান। নিহত রাকিব মোড়লগঞ্জ উপজেলার পুঠিখালী গ্রামের হারুন মল্লিকের ছেলে।  

ক্ষতিগ্রস্ত দোকানি এখলাস বলেন, ধার দেনা করে ৭ দিন আগে ১ লাখ ২০ হাজার  টাকা খরচ করে দোকানটি দিয়েছিলাম। কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতির কারণে দোকানে ঢুকে পড়ে। দোকান ভেঙে তছনছ করে দিয়েছে। বাসের মালিক আমাকে ক্ষতিপূরণ না দিলে আমার মাথা গোঁজার ঠাঁই থাকবে না। আমি নিঃস্ব  হয়ে গেছি। 

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ বলেন, বেপরোয়া গতির কারণে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। রেকার দিয়ে বাসটি উদ্ধারে কাজ চলছে। এ ঘটনায় মামলা করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে