বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ০১:৫২:৩০

আল্লাহর রহমত কামনা, বৃষ্টি প্রার্থনায় অঝোরে কাঁদলেন মুসল্লিরা

আল্লাহর রহমত কামনা, বৃষ্টি প্রার্থনায় অঝোরে কাঁদলেন মুসল্লিরা

এমটিনিউজ২৪ ডেস্ক : তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। ফেনীতে বৃষ্টি প্রার্থনায় বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করা হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন এলাকার কয়েকশ মুসল্লি অংশ নেন। নামাজের জামাতে ইমামতি করেছেন মাদরাসার শিক্ষক মাওলানা মুফতি আবদুল হান্নান।

নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে দোয়া করা হয়। এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে মোনাজাত করে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।

নামাজে আগত মুসল্লিরা বলেন, তীব্র খরতাপে সাধারণ মানুষ খুব কষ্টে দিন পার করছে। গরমের তীব্রতায় ঘরে-বাইরে কোথাও শান্তি নেই। সেজন্য আল্লাহর রহমতের আশায় নামাজ আদায় করে বৃষ্টি প্রার্থনা করতে সকলে সমবেত হয়েছি।

বক্তব্যে মাওলানা মুফতি আবদুল হান্নান বলেন, টানা দাবদাহে মানুষ খুব কষ্টে আছে। আল্লাহ বৃষ্টির জন্য সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। সেজন্যই সবাই একত্রিত হয়ে সালাতুল ইসতিসকা আদায় করেছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে