শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১০:০২:২৪

বড় সুখবর দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

বড় সুখবর দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

এমটিনিউজ২৪ ডেস্ক : বড় সুখবর, বেসরকারি খাতের শরিয়াহ ভিত্তিক পরিচালিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ তাদের শেয়ারহোল্ডারদের জন্য ২০২৩ সালে ১৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। এর মধ্যে নগদ ১০ শতাংশ এবং ৫ শতাংশ স্টক বোনাস রয়েছে।

আজ (বৃহস্পতিবার) ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৯৯তম সভায় এ সিদ্ধান্ত হয়। আগামী ২৯তম বার্ষিক সাধারণ সভার অনুমোদন সাপেক্ষে এ লভ্যাংশ দেওয়া হবে।

আগামী ১৮ আগস্ট ব্যাংকের ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ জুন।

সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, পরিচালক আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম, আলহাজ্ব প্রফেসর মাহবুব আহমেদ, আলহাজ্ব মো. আব্দুল হামিদ মিঞা, আলহাজ্ব আহামেদুল হক, আলহাজ্ব নিয়াজ আহমেদ, আলহাজ্ব মোহাম্মদ এমাদুর রহমান, আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী, আলহাজ্ব মো. আনোয়ার হোসেন, আলহাজ্ব নাছির উদ্দিন, আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, আলহাজ্ব আনোয়ার হোসেন, মো. কামরুল হাসান সিদ্দিকী, কাজী ওসমান আলী, এ এ এম জাকারিয়া, এম কামাল উদ্দিন চৌধুরী, আলহাজ্ব মাহবুবুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী উপস্থিত ছিলেন।  

এ ছাড়া সভায় ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ নিজাম উদ্দিন ভূঁঞাসহ সংশ্লিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে