শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ০৮:১৬:০৮

অবশেষে হলো রহমতের বৃষ্টি

অবশেষে হলো রহমতের বৃষ্টি

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশব্যাপী চলমান তীব্র দাবদাহের মধ্যে মাঝরাতে সিলেটে নেমেছে রহমতের বৃষ্টি। এসময় বিজলী চমকানোসহ ঝড়ো হাওয়া অনুভূত হয়। প্রায় ঘণ্টাব্যাপি চলা এই বৃষ্টিতে গরমের তীব্রতা কমে শীতল করেছে সিলেটের পরিবেশ।

শুক্রবার (২৬ এপ্রিল) রাত ১১টা থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাত রাত ১টা পর্যন্ত থেমে থেমে অব্যাহত ছিল।

গরমের অস্বস্তিকর পরিস্থিতির পর শীতল বৃষ্টি উপভোগ করেছেন সিলেটের মানুষ। কেউ কেউ বৃষ্টিকে ছুয়েছেন আবার কেউ কেউ বৃষ্টিতে ভিজে কাটিয়েছেন গরমের পরিবেশ।

সিলেট নগরীর মধুশহীদ এলাকার বাসিন্দা রুবেল বলেন, “আজকে সিলেটে গরমের তীব্রতা অনেক ছিল। গরমের কারণে বাইরে বের হওয়াটা দুষ্কর থাকায় অনেকেই ঘর থেকে বের হননি। রাত ১১টা থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে অনেকেই আনন্দের সাথে ভিজেছেন। আমিও ভিজেছি। এখন খুব ভালো লাগছে।”

এর আগে রাত আটটার পর থেকে নগরে বইতে শুরু করে বাতাস। পরবর্তীতে বৃষ্টি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা। কেউ আবার ফেসবুকেও জানান বৃষ্টির খবর।

একটি বেসরকারি টেলিভিশনের সিলেট অফিসে কর্মরত গণমাধ্যমকর্মী নাবিল হোসাইন ফেসবুকে বৃষ্টির একটি ভিডিও পোস্ট করে লিখেন,ফ্যান ছাড়লাম, কম্বল গায়ে দিয়ে ঘুমাতে গেলাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে