শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ০৪:৩৭:৫১

তীব্র তাপপ্রবাহের পর অবশেষে টানা ২৫ মিনিটের স্বস্তির বৃষ্টি

তীব্র তাপপ্রবাহের পর অবশেষে টানা ২৫ মিনিটের স্বস্তির বৃষ্টি

এমটিনিউজ২৪ ডেস্ক : তীব্র তাপপ্রবাহের পর মৌলভীবাজারে স্বস্তির বৃষ্টিপাত হয়েছে। ঝড়ো হাওয়াসহ ২৫ মিনিটের বৃষ্টিতে মৌলভীবাজারে শীতল পরিবেশ অনুভূত হয়।

শনিবার (২৭ এপ্রিল) রাত ১টা থেকে ২৫ মিনিট পর্যন্ত ঝড়ও হাওয়ার সঙ্গে এ বৃষ্টিপাত হয়।

এদিন রাত ১২টা থেকে আকাশে মেঘের গুরুগম্ভীর শব্দ ও হালকা বাতাস বইতে থাকে। একপর্যায়ে রাত ১টা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। পরে এ বৃষ্টিপাত দমকা হাওয়ার সাথে ক্রমশ বেড়ে যায়। ঝড়ো হাওয়ার সঙ্গে এ বৃষ্টিপাত প্রায় ২৫ মিনিট স্থায়ী হয়। হিমেল বাতাস ও এ বৃষ্টিপাতে পরিবেশে কিছুটা হলেও শীতলতা দেখা দিয়েছে। তবে বৃষ্টিপাত বন্ধ হলেও আকাশে মেঘের গুরুগম্ভীর ডাক অব্যাহত রয়েছে।

শুধু মৌলভীবাজার নয় সিলেটও ভিজেছে স্বস্তির বৃষ্টিতে। রাত ১১টার দিকে সিলেটে বৃষ্টি শুরু হয় এবং একটানা ১২টা পর্যন্ত চলে।

এদিকে মে মাসের শুরুতে দেশে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, এপ্রিল জুড়েই থাকবে তাপপ্রবাহ। তবে মে মাসের শুরুতেই সারাদেশে বৃষ্টিপাত হতে পারে। এরপরই গরম কমে আসবে।

শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া বার্তায় জানানো হয়, বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে দেশের উত্তরপূর্বাঞ্চল ও দক্ষিণপূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে