মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১২:০৩:২৪

হঠাৎ হিলিতে পেঁয়াজের কেজি কত হয়েছে জানেন?

হঠাৎ হিলিতে পেঁয়াজের কেজি কত হয়েছে জানেন?

এমটিনিউজ২৪ ডেস্ক : দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারি পর্যায়ে বেড়েছে দেশি পেঁয়াজের দাম। মাত্র দুদিনের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম বেড়েছে কেজিপ্রতি ১০ টাকা। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা। পাইকারি পর্যায়ে দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

পাইকারী ও খুচরা বিক্রেতারা বলছেন, মোকামগুলোতেই পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। তবে মোকামগুলোতে পেঁয়াজের দাম ওঠা নামা করলে আমাদের লোকসান গুনতে হয়। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে দেশি পেঁয়াজের দাম আরো কমে আসবে।

রবিবার (২৮ এপ্রিল ) বিকেলে হিলি বাজার ঘুরে দেখা যায়, দুই দিন আগে কিং জাতের দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। 

আজ সেই পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়ে ৫৫ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মোকছেদ আলী বলেন, ‘আমি দুই দিন আগে পেঁয়াজ কিনেছি ৪৫ টাকা কেজি দরে। আজকে সেই পেঁয়াজ ৫৫ টাকা কেজি দরে কিনলাম। আর একটু ভালো মানের পেঁয়াজ ৬০ টাকা কেজি চাচ্ছে।

এমনিতে কয়েক দিনের তীব্র দাবদাহে কাজ কাম করতে পারিনি। আমরা গরীব মানুষ ভালো আর মন্দ দেখে লাভ নেই। কম দামে যেটা পাবো সেটাই আমরা কিনবো।’
 
হিলি বাজরের খুচরা পেঁয়াজ বিক্রেতা রুবেল হোসেন বলেন, ‘দুই দিন থেকে ফের মোকাগুলোতে পেঁয়াজের আমদানি কমে যাওয়ার অজুহাতে দাম বাড়ছে পেঁয়াজের। মোকামে কিনতেই দাম বেশি।

এরপর আবার পরিবহন খরচ আছে। মোকামে কম দামে কিনতে পারলে দু-এক টাকা লাভ রেখে বিক্রি করে থাকি।’
 
হিলি বাজারের পাইকারী পেঁয়াজ বিক্রেতা আবু তাহের বলেন, ‘বর্তমানে পাবনার মোকামগুলোতে পেঁয়াজের মানভেদে ২২ থেকে ২৩ শত টাকা মণ দরে বিক্রি হচ্ছে। মোকামেই ২২ থেকে ২৩ শত টাকা মণ দরে কিনে আবার পরিবহন ভাড়া আছে। সব খরচ মিলে মোকামেই কেনা পড়েছে কেজি প্রতি ৫৫ টাকা। আমরা কিং জাতের ভালো মানের পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে বিক্রি করছি। আর একটু ছোট সাইজের পেঁয়াজ ৫৫ টাকা কেজি দরে বিক্রি করছি। তবে এর মধ্য যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে দেশি পেঁয়াজের দাম আরও কমে আসবে। আর যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি না হয় তাহলে দেশি পেঁয়াজের দাম আর বৃদ্ধি পাবে।’
  
উল্লেখ্য, গত বছরের ৮ ডিসেম্বর ভারত সরকার অভ্যন্তরীণ পেঁয়াজের সংকট অজুহাতে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এরপর পর থেকে ৪০-৪৫ টাকা কেজি দরের পেঁয়াজের দাম কয়েক দফায় বেড়ে ১৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পায়। এর কিছুদিন পর আবারও ৪৫ থেকে ৫০ টাকায় নামে পেঁয়াজের দাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে