মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ০৪:৪২:২১

বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নাকি বন্ধ, যা জানালেন শিক্ষামন্ত্রী

বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নাকি বন্ধ, যা জানালেন শিক্ষামন্ত্রী

এমটিনিউজ২৪ ডেস্ক : শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে মঙ্গলবার (৩০ এপ্রিল) দেশের দুই বিভাগসহ বিভিন্ন জেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে উচ্চ আদালত বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে স্বতঃপ্রণোদিত আদেশ দিয়েছেন।

এ অবস্থায় বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধের বিষয়ে কোনো আদেশ এখনও দেয়নি মন্ত্রণালয়। এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলেও বিষয়টি খোলাসা করেননি শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নওফেল।  

মঙ্গলবার (৩০ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের আইনজীবীরা এখনও উচ্চ আদালতের আদেশের কপি হাতে পায়নি। যে কারণে আমরা আজ আপিল করতে পারিনি। ছুটির কারণে বুধ ও বৃহস্পতিবার আমরা আপিলের সুযোগ পাচ্ছি না। এ অবস্থায় আমরা আদালতের অন্তর্বর্তীকালীন আদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। কপি পেলে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।

বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না বন্ধ থাকবে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আদেশের কপি পেয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আদেশ জানানো হবে। তবে আমরা আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল, আর এ নিয়ে মন্তব্য করতে চাই না।

তিনি আদালতের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে বলেন, নির্বাহী বিভাগ বিভিন্ন এলাকার পাঠদান বিষয়ে আবহাওয়া দফতর এবং স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে সমন্বয় করে নির্দেশনা দিয়ে আসছে। তবে স্বতঃপ্রণোদিত সিদ্ধান্ত এলে আমাদের কাজের ব্যঘাত ঘটে। তবে আমরা আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।

এ সময় স্বতঃপ্রণোদিত আদেশে ছুটি বাড়লে আপিলে যাবেন বলেন জানান শিক্ষামন্ত্রী। নওফেল বলেন, বাংলাদেশের একেক অঞ্চলের তাপমাত্রা একেক রকম। এখন উত্তরপূর্বাঞ্চল ও হাওড় এলাকার তাপমাত্রা কম। তবে অতি বৃষ্টিতে কয়েকদিনের মধ্যেই সেখানে বন্যার কারণে পাঠদান বন্ধ রাখতে হবে। এ জন্য প্রয়োজনে প্রাকৃতিক বিপর্যয়সহ বিভিন্ন ছুটির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারেও ক্লাস-পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে