নিউজ ডেস্ক : সম্প্রতি পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। শনিবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, সম্প্রতি যেসব পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মিডিয়ায় মাত্র দুএকটি ঘটনা এসে থাকে। অনেকের শাস্তি হয়ে গেছে কিন্তু ওইসব ঘটনা মিডিয়ায় আসেনি- এমন উদাহরণ অনেক আছে। পুলিশ অপেশাদার আচরণ করলে তাকে শাস্তি পেতে হবে- এটি নিশ্চিত।
তিনি বলেন, বিস্ফোরিত জনগণকে নিয়ন্ত্রণে আনার জন্য সামান্য পুলিশ সদস্য দিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে দুই একটি ঘটনা ঘটে থাকে। কিন্তু তদন্ত সাপেক্ষে সেগুলির বিচার হয়ে থাকে।
আছাদুজ্জামান মিয়া বলেন, যেসব পুলিশ সদস্যদের কারণে পুলিশের ভাবমুর্তি ক্ষুণ্ণ হচ্ছে, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আর যারা সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন তারা সামনে এগিয়ে যাবে।
জনগণের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘জনগণকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা জনগণকে বন্ধুর মতো রেখে কাজ করবেন। বিভিন্ন অপরাধী ধরতে জনগণকে পুলিশের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে।’
সম্প্রতি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন হয়। সেই কমিটির সভাপতি নির্বাচিত হন গাজীপুর জেলার পুলিশ সুপার হারুন অর রশীদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হন তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার। নব নির্বাচিত সেই কমিটিকে নিয়ে আছাদুজ্জামান মিয়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে যান।
১৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস