নিউজ ডেস্ক: ভালোবাসার জন্ম হয় মুগ্ধতা থেকে। সেই মুগ্ধতাজনিত রোগে আক্রান্তদের কথা ফুটে উঠেছে জনপ্রিয় তরুণ লেখক মুহাম্মাদ আসাদুল্লাহর গল্পগ্রন্থ ‘অসুখের নাম তুমি’ বইতে। যা তরুণ পাঠকদের আকর্ষণ করেছে।
গতকাল (শুক্রবার) সন্ধ্যায় মেলার ৩৯০ নাম্বার স্টলে গিয়ে দেখা যায় তরুণ পাঠক-পাঠিকাদের উপচে পড়া ভিড়।
মিরপুর থেকে আসা মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহরাব মাহাদী জানান, ‘আসাদ ভাই অসুখের সাথে সাথে অরুণিমার জন্য বুকের ভেতর ঘুমিয়া থাকা কষ্ট গুলো আমার মাঝে আবার জাগিয়ে তুললো।’
এশিয়ান ইউনিভার্সিটির ছাত্র কামরুল খান এসেছেন তার তিন বন্ধুকে নিয়ে। সবার হাতে রোমান্টিক গল্পের বইটি।
লেখক মুহাম্মাদ আসাদুল্লাহ তার বই সম্পর্কে বলেন- ”ব্লগ বা ফেইসবুকে লেখার বড় সুবিধা হল পাঠক কোন ধরনের গল্প পছন্দ করছে বোঝা যায়। দীর্ঘদিন ব্লগে ও ফেইসবুকে গল্প লেখায় তরুণ পাঠকদের আগ্রহের জায়গা শনাক্ত করে তা প্রাধান্য দেওয়া হয়েছে। এজন্যই বইটা নিয়ে আমি আত্নবিশ্বাসী। পাঠক পড়ে অতৃপ্ত হবেন না।”
প্রকাশক পারভেজ রানা বলেন, ’এখনো স্টলের সর্বোচ্চ বিক্রি হচ্ছে ’অসুখের নাম তুমি’। পাঠকদের আগ্রহ দেখে ভালো লাগছে।’
’অসুখেরে নাম তুমি’ বইটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ রাইটার্স গিল্ড থেকে। প্রচ্ছদ করেছেন অপুর্ব খন্দকার।
বইমেলায় ৩৯
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর