নিউজ ডেস্ক : বিশ্ব ভালোবাসা দিবস (ভ্যালেন্টাইনস ডে) বিশেষ নিরাপত্তা দেবে পুলিশ। রাজধানী ঢাকায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
শনিবার ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের একথা জানিয়েছেন। এর আগে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) নতুন কমিটির সভাপতি হিসেবে কমিশনার ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।
এসময় ডিএমপি কমিশনার বলেন, ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভালোবাসা দিবসসহ বিশেষ দিনগুলোর জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ এসব দিবসকে ঘিরে রাজধানীতে কোনো নাশকতার আশঙ্কা কিংবা হুমকি নেই বলেও জানান আছাদুজ্জামান মিয়া।
১৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস