রবিবার, ০৫ মে, ২০২৪, ০১:৪৭:৫৪

বজ্রপাতে মা-ছেলের মৃত্যু, কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

বজ্রপাতে মা-ছেলের মৃত্যু, কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

এমটিনিউজ২৪ ডেস্ক : খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে বজ্রপাতে বসতঘরে আগুন লেগে মা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার (৫ মে) ভোর ৫টায় এই ঘটনা ঘটে। 

মৃতরা হলেন, হাসিনা বেগম (৩০) ও তার ছেলে হানিফ মিয়া (৮)। দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে মরদেহ উদ্ধার করেছে।

মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি বলেন, বজ্রপাতে বসতঘরটিতে আগুন লেগে ঘরে থাকা মা ও ছেলে পুড়ে মারা গেছেন। ঘটনার সময় হাসিনা বেগমের গাড়িচালক স্বামী ছাদেক আলী বাড়িতে ছিলেন না।

দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক বলেন, মরদেহ দুটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এছাড়া ভোরের হঠাৎ কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে গেছে। কাঁচা বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে