ঢাকা : গণফোরাম সভাপতি ও প্রবীণ আইনবিদ ড. কামাল হোসেন বলেছেন, দেশে ৫ জানুয়ারির মতো কেরামতির নির্বাচন চালু হয়েছে। এ কেরামতির নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ। এ ধরনের নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে।
১৩ ফেব্রুয়ারি শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে বর্ধিতসভায় তিনি এসব কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, পদ্মা সেতু, হলমার্ক, বেসিক ব্যাংক কেলেঙ্কারির সঠিক বিচার হচ্ছে না। এগুলো নিয়ে নিজ দলসহ সর্বস্তরের জনগণকে সোচ্চার হতে হবে।
তিনি বলেন, প্রশাসন আর পুলিশ ছাড়া অন্যান্য কেন্দ্রীয় সার্ভিসের কর্মকর্তাবৃন্দ-শিক্ষক কর্মচারী সবাই ক্ষুব্ধ। মানুষের শান্তি-স্থিতিশীলতা কায়েমের জন্য আইনের শাসন ও বিচার বিভাগের নিরপেক্ষতা বজায় রাখতে দলীয়করণমুক্ত পুলিশ ও প্রশাসন দরকার।
ড. কামাল হোসেন বলেন, দেশে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন বজায় রাখতে সুস্থ রাজনীতি প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, আ ও ম শফিকউল্লাহ মোস্তাক আহমদ, সাইদুর রহমান, ফরিদা ইয়াসমিন প্রমুখ।
১৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম