মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ১১:৫৫:৩৪

আধা ঘণ্টার শক্তিশালী কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, ব্যাপক ক্ষয়-ক্ষতি

আধা ঘণ্টার শক্তিশালী কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, ব্যাপক ক্ষয়-ক্ষতি

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ফসল, ঘরবাড়ি গাছপালা, বৈদ্যুতিক খুঁটি ও তারের ব্যাপক ক্ষতি হয়েছে।

সোমবার (৬ মে) দুপুরে আধা ঘণ্টার ঝড়ে এখনো অন্ধকারে রয়েছে বিভিন্ন এলাকা। শুধু বিদ্যুৎ বিভাগের ক্ষতি কাটিয়ে উঠতে লাগতে পারে আরও এক সপ্তাহ। বিদ্যুৎ লাইন মেরামত ও সড়কে উপড়ে পড়া গাছ কেটে সড়কে চলাচল স্বাভাবিক করতে বিদ্যুৎ কর্মীদের সঙ্গে কাজে নেমেছেন স্থানীয়রাও।

 খোঁজ নিয়ে জানা গেছে, কালবৈশাখী ঝড়ে বারইয়ারহাট পৌরসভা, মিরসরাই পৌরসভা, মিরসরাই সদর ইউনিয়ন, মিঠানালা, ওয়াহেদপুর, দুর্গাপুর, খৈয়াছড়া, কাটাছড়া ও ইছাখালী ইউনিয়নে বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে গাছপালা উপড়ে গেছে। অনেক জায়গায় গাছ পড়ে ভেঙে গেছে ঘরবাড়ি। ঝড়ো হাওয়ায় উড়ে গেছে অসংখ্য বসত ঘরের টিনের চাল। বড় বড় গাছ পড়ে বন্ধ হয়ে যায় আঞ্চলিক সড়ক। বোরো ধান, আম ও কাঁঠালের অনেক ক্ষতি হয়েছে।
 
আবুরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুল আবছার বলেন, বজ্রপাত ও ঝড়ো হাওয়া দেখে ক্লাসের ভেতরে আতঙ্কিত হয়ে আমার বিদ্যালয়ের সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির প্রায় ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়।

উপজেলার মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাশেম বলেন, অনেক ঘর বাড়ির টিন উপড়ে গেছে এবং এখনো অন্ধকারে বিদ্যুৎ সংযোগ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, কালবৈশাখী ঝড়ে উপজেলা জুড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ইউনিয়নের চেয়ারম্যানরা কাজ করছে।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মিরসরাই জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) উদয়ন দাশ গুপ্ত বলেন, কালবৈশাখী ঝড়ে গাছপালা ভেঙে বিদ্যুতের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৭৪ টি বৈদ্যুতিক পোল ভাঙ্গা, ৩১৮টি স্পটে তার ছেঁড়া, ১০৭৭ টি স্পটে বৈদ্যুতিক লাইনে গাছ/ডালপালা ভেঙে পড়ে অসংখ্য ট্রান্সফরমার ও মিটার নষ্ট হওয়ার তথ্য পাওয়া গেছে। আমাদের সব জনবল ও ঠিকাদার বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থা পুনরুদ্ধারের কাজে দিন রাত নিয়োজিত রয়েছে। জান মালের নিরাপত্তার স্বার্থে সব লাইন চেক করে পর্যায়ক্রমে চালু করা হচ্ছে বলেও জানান উদয়ন দাশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে