সোমবার, ১৩ মে, ২০২৪, ১০:৩৭:৪৩

আবারও আসছে অস্বস্তিকর গরম, যা জানা গেল

আবারও আসছে অস্বস্তিকর গরম, যা জানা গেল

এমটিনিউজ২৪ ডেস্ক : টানা এক মাসেরও বেশি সময় সারা দেশে তীব্র তাপপ্রবাহের পর চলতি মাসের প্রথম দিকে শুরু হয় বৃষ্টি। এতে বন্ধ হয়ে যায় লু হাওয়া। তাপপ্রবাহও উধাও। কড়া রোদ আর নেই।

তবে মে মাসের শুরু থেকে বৃষ্টি হওয়ায় রাজধানীসহ দেশে যে স্বস্তি ফিরে এসেছিল, তা আর বেশিদিন স্থায়ী হচ্ছে না। আবহাওয়া অফিস বলছে, চলতি মাসের মাঝামাঝি আবার আসছে অস্বস্তিকর গরম।

রোববার (১২ মে) আবহাওয়া অধিদফতর ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়ে বলছে, সোমবারের পর থেকেই একটু একটু করে বাড়বে তাপমাত্রা।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সংবাদমাধ্যমকে বলেন, আগামী ১৪ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপরই বাড়বে তাপমাত্রা। ১৫ মে থেকে বইতে শুরু করবে তাপপ্রবাহ।

তিনি আরও বলেন, এপ্রিল মাসে তাপপ্রবাহের যে তীব্রতা দেখা গেছে, ততটা তীব্র হবে না মে মাসের তাপপ্রবাহ। সেটি হতে পারে মৃদু থেকে মাঝারি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে