মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ১০:০৬:৪৮

এবার কমবে পেঁয়াজের দাম, মিলল যে সুখবর

 এবার কমবে পেঁয়াজের দাম, মিলল যে সুখবর

এমটিনিউজ২৪ ডেস্ক : দীর্ঘ প্রায় সাড়ে ৫ মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজ আমদানির ফলে দেশের বাজারে দাম কমবে।

মঙ্গলবার (১৪ মে) বিকেলে পেঁয়াজ বোঝাই ভারতীয় একটি ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসে। প্রথম দিনে ভারতীয় একটি ট্রাকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

মেসার্স আর এস বি ট্রের্ডাস এসব পেঁয়াজ আমদানি করেছে। পেঁয়াজ আমদানিকারকের প্রতিনিধি আহম্মেদ সরকার বলেন, ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা থাকায় দীর্ঘ প্রায় সাড়ে ৫ মাস পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। তবে সেই নিষেধাজ্ঞা গত ৪ মে প্রত্যাহার করে নেওয়ার পরও ৪০ শতাংশ শুল্ক থাকায় নানা জল্পনা কল্পনা শেষে ১১ দিন পর আজ থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

আমদানি স্বাভাবিক থাকলে পেঁয়াজের দাম কোরবানির ঈদে বাড়বে না বলেও জানান তিনি। এদিকে ব্যবসায়ীরা বলছেন, আমদানির কারণে পেঁয়াজের সংকট থাকবে না। এতে ভোক্তা পর্যায়ে দাম কমবে পণ্যটির। এ ছাড়া কোরবানি উপলক্ষে চাহিদা মেটানো সম্ভব হবে পেঁয়াজের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে