ঢাকা : বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক (এসআই) পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৪ হাজার ১৮৪ জন উত্তীর্ণ হয়েছেন।
শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান।
তিনি জানান, বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট http://www.police.gov.bd/RecruitmentInformation.php লিংকে ক্লিক করলে উত্তীর্ণদের তালিকা পাওয়া যাবে।
পুলিশ সদর দপ্তর জানায়, লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, তাদের মধ্য থেকে বাছাইয়ের পরবর্তী ধাপ মৌখিক পরীক্ষা। এ বিষয়ে www.police.gov.bd ঠিকানায় বিস্তারিত জানিয়ে দেয়া হবে।
গত বছরের আগস্টে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেন ২৫ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী।
১৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম