বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ০৩:১২:৫৩

কালবৈশাখী শুরু হবে সিলেট-ময়মনসিংহ দিয়ে

 কালবৈশাখী শুরু হবে সিলেট-ময়মনসিংহ দিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : চলমান তাপপ্রবাহের অবসান ঘটিয়ে সিলেট এবং ময়মনসিংহ বিভাগ দিয়ে কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এর জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানায় সংস্থাটি। বৃহস্পতিবার (১৬ মে) আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান এই তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, সারাদেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এ তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী হবে না। আগামী শনিবার (১৮ মে) থেকে তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হবে। এরপর কালবৈশাখী এবং বজ্রসহ বৃষ্টি সিলেট এবং ময়মনসিংহ বিভাগ দিয়ে শুরু হবে। আর সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রোববার (১৯ মে)।

মো. আব্দুর রহমান খান বলেন, আগামী ২২ বা ২৩ মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরির আশঙ্কা রয়েছে। 

এদিকে সকাল ৯টায় দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাস বলছে— অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। একই সময়ে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিবিরাজ করতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে