সোমবার, ২০ মে, ২০২৪, ০১:১৮:৪৬

ডিমের দাম হালিতে এক লাফে যত বাড়লো

ডিমের দাম হালিতে এক লাফে যত বাড়লো

এমটিনিউজ২৪ ডেস্ক : বাজারে সব ধরনের মুরগির মাংসের দামই কমেছে। আজ ওজন অনুযায়ী ব্রয়লার মুরগি ২০৫ থেকে ২১৫ টাকা, কক মুরগি ৩৩০ থেকে ৩৪০, লেয়ার মুরগি ৩৩৫ থেকে ৩৪০, দেশি মুরগি ৬৫০, গরুর মাংস ৭৮০ ও খাসির মাংস ১১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মুরগির লাল ডিম ১৫০ টাকা এবং সাদা ডিম ১৪৫ টাকা প্রতি ডজন বিক্রি হচ্ছে।

এ ক্ষেত্রে দেখা যায়, ব্রয়লার মুরগির দাম এক লাফে ৫ থেকে ১০ টাকা, কক মুরগির দাম ৪০, লেয়ার মুরগির দাম ৫ টাকা এবং দেশি মুরগির দাম ২০ টাকা কমেছে কেজিতে। এ ছাড়া সুখবর গরুর মাংস, গত সপ্তাহে ৭৮০ থেকে ৮০০ টাকায় বিক্রি হলেও আজ তা ৭৮০ টাকায় বিক্রি হচ্ছে। এক লাফে দাম বেড়ে মুরগির লাল ডিম ৫ টাকা ও সাদা ডিম ১০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগির দাম আরও কমবে জানিয়ে ইব্রাহিম চিকেন হাউজের বিক্রেতা বলেন, দুই-তিন দিনের মধ্যেই ব্রয়লার মুরগির দাম কমে যাবে। তখন প্রতি কেজি ২০০ টাকার নিচেই হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে