রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৩৯:১৭

মাহমুদুর রহমানের জামিন আপিলেও বহাল

মাহমুদুর রহমানের জামিন আপিলেও বহাল

নিউজ ডেস্ক : দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের  জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মাহমুদুর রহমানের আইনজীবী ব্যারিস্টার তানভীর এ তথ্য জানান।

রবিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে হাইকোর্টে মাহমুদুরকে দেয়া জামিন বহাল রাখেন।

আমার দেশ পত্রিকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি নিজামুল হক নাসিমের (সম্প্রতি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত) স্কাইপ কথোপকথন প্রকাশ করায় ২০১২ সালের ১৩ ডিসেম্বর ঢাকার সিএমএম আদালতে মাহমুদুর রহমান ও পত্রিকাটির প্রকাশক মো. হাসমত আলীর বিরুদ্ধে বিতর্কিত তথ্য প্রযুক্তি আইনে এই মামলা হয়।

ওই ঘটনার পর বিচারপতি নিজামুল হক পদত্যাগ করেন। এই মামলায় ২০১৩ সালের ১১ এপ্রিল মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

আজ মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিশিষ্ট সমাজচিন্তক ফরহাদ মজহার জানান, সব মামলায় জামিন পাওয়ার পরও সরকার মাহমুদুর রহমানকে মুক্তি দিচ্ছে না।

মাহমুদুরের মুক্তির জন্য তিনি প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেন।
১৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে