ঢাকা: পাকিস্তান আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ না করলে তাদের সাথে সর্ম্পক ছিন্ন করতে হবে। তাই প্রয়োজনে আমাদের পাকিস্তানের পণ্য বর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।
সোমবার ঢাকায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের উদ্যোগে মুক্তিযুদ্ধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে পাকিস্তানের হস্তক্ষেপ এবং মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মন্তব্যের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন সফল করার লক্ষ্যে এ বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়।
সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ অভিযোগ করেন, একাত্তরে পাকিস্তানের অপকর্মকে আড়াল করা ও নতুন করে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা। এই দুই লক্ষ্যে বিএনপি চেয়ারপারসন দেশের স্বাধীনতা নিয়ে বির্তক সৃষ্টি করছেন। কিন্তু তিনি যতই ষড়যন্ত্র করুন না কেন দেশের জনগণ তা সফল হতে দিবে না।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কামাল আহমেদ মজুমদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সংগঠনের সহসভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ সেলিম প্রমুখ।
১৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম