ঢাকা: পাকিস্তান যে সময়ে মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যা অস্বীকার করার ষড়যন্ত্র করছে, তখন বিএনপি নেত্রী মহান মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক তৈরি করেছেন। তারা কখনো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।
সোমবার ঢাকায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের উদ্যোগে মুক্তিযুদ্ধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে পাকিস্তানের হস্তক্ষেপ এবং মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মন্তব্যের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন সফল করার লক্ষ্যে এ বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কামাল আহমেদ মজুমদার এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
১৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম