রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৩৫:০৬

গান গাইলেন মেয়র সাঈদ খোকন

গান গাইলেন মেয়র সাঈদ খোকন

নিউজ ডেস্ক : গান গাইলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।  ‘লাভ ফর ঢাকা’ স্লোগানে ‘প্রাণসখা ঢাকা’ কর্মসূচিতে গান গাইলেন তিনি।  

 
রোববার দুপুরে ‘প্রাণসখা ঢাকা’ কনসার্টে ‘জলের গান’ যখন মঞ্চে উঠে ব্যান্ড দল গান পরিবেশন করছিল, তখন সাঈদ খোকন মঞ্চে ওঠেন এবং ‘ও প্রাণ সখা, আমার প্রিয় ঢাকা, আমি তোমায় ভালবাসি’ কয়েকটি লাইন গেয়ে শোনান।  এসময় দর্শকদেরও অনুরোধ করেন তার সঙ্গে গাইতে।

 এর আগে সকাল ১০টায় মেয়র সাঈদ খোকন ‘প্রাণসখা ঢাকা’ অনুষ্ঠানের উদ্বোধন করেন।  উদ্বোধন শেষে সাঈদ খোকন দর্শক সারিতে গিয়ে সবার সঙ্গে ভালোবাসার দিবসের শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে সহযোগিতা করছে চ্যানেল আই, গ্রামীণফোন তৃতীয় মাত্রা ও ওরিয়ন গ্রুপ।  অনুষ্ঠানের শুরুতে থিম সং ‘ঢাকা আমার ঢাকা, প্রাণসখা ঢাকা’ পরিবেশন করে ব্যান্ড দল জলের গান।

এরপর অনুষ্ঠানের উদ্যোক্তা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন অন্যান্য অতিথিদের নিয়ে মঞ্চে উপস্থিত হন।  তিনি ঢাকাকে ভালোবাসার কথা জানান।  এরপর নাচ, গান ও কবিতার মধ্যদিয়ে শুরু হয় মূলপর্ব।

রবীন্দ্র সংগীত পরিবেশন করেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।  এরপর মঞ্চে আসেন নবীন সংগীত শিল্পী মম।  নৃত্য পরিবেশন করেন তুষার ও তার দল।  কবিতা আবৃত্তি করেন জনপ্রিয় অভিনেতা শিমুল মুস্তাফা, নির্মাতা আফজাল হোসেন।

পরে শুরু হয় জনপ্রিয় ব্যান্ডদলগুলোর ভালোবাসার গানের কনসার্ট।  একে একে দর্শকদের হৃদয় মাতাচ্ছেন ‘শিরোনামহীন’ ও জেমসের ‘নগর বাউল’। শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘ঢাকা রংতুলিতে আঁকা’ অনুষ্ঠিত হবে। জাতীয় জাদুঘর প্রাঙ্গণে এ প্রতিযোগিতায় অংশ নেবে প্রায় শতাধিক শিশু।

আগত দর্শকদের ভালোবাসার কথা জানান দেয়ার জন্য রয়েছে ‘রাইট ইউ ঢাকা বোর্ড’।র  রয়েছে পুরনো ও নতুন ঢাকার ফটোগ্রাফ নিয়ে আলোকচিত্র প্রদর্শনী।

ভালোবাসা দিবসে ঢাকাকে ভালোবাসার কথা জানান দেয়ার এটিই প্রথম উদ্যোগ।  
১৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে