ঢাকা : ওয়ান ইলেভেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডিজিএফআইয়ের দেয়া তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করায় ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে এবার ১০ হাজার কোটি টাকার মানহানির মামলার আবেদন করা হয়েছে।
রোববার আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা হাসান আরিফ রিজন বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুইয়ের আদালতে মামলাটির জন্য আবেদন করেন।
বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান।
মাহফুজ আনামের বিরুদ্ধে আজ সিলেটে ১০০ কোটি টাকা করে মোট ২০০ কোটি টাকার দুটি মানহানি মামলা দায়ের করেন সিলেট মহাগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাসিত রুম্মান এবং সাবেক সভাপতি রাহাত তরফদার।
এ ইস্যুতে মাহফুজ আনামের বিরুদ্ধে গত মঙ্গলবার লক্ষ্মীপুরে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদ্দুনবী সোহেল।
খুলনায় ১০০ কোটি টাকার মানহানি মামলা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর।
একই অভিযোগে গত বৃহস্পতিবার ঢাকায় মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে।
১৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম