মঙ্গলবার, ০৪ জুন, ২০২৪, ০৭:৪৬:৪৪

হিলি স্থলবন্দরে পেঁয়াজ নিয়ে বড় সুখবর

হিলি স্থলবন্দরে পেঁয়াজ নিয়ে বড় সুখবর

এমটিনিউজ২৪ ডেস্ক : বড় সুখবর, দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ২০ দিন পর ফের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) বিকেল ৫টার দিকে ভারত থেকে পেঁয়াজ বোঝাই দুটি ট্রাক হিলি বন্দরে করে।

এর আগে গত মাসে মাঝামাঝি সময়ে দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ মাস পর ভারত থেকে এক গাড়ি পেঁয়াজ আমদানি হয়। লোকসানের আশঙ্কায় কয়েকদিন ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা।

মেসার্স সততা বাণিজ্যালয় এবং মেসার্স খন্দকার এন্টারপ্রাইজ নামের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান পেঁয়াজগুলো আমদানি করেছেন। দুটি গাড়িতে ৩৩টন পেঁয়াজ আমদানি করা হয়।

আমদানিকারক প্রতিষ্ঠানের সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি মাহাবুব হোসেন বলেন, দেশের বাজারে হঠাৎ করে দেশীয় পেঁয়াজের কেজি ৮০ টাকা হওয়ায় বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। লোকসান হওয়ায় গেলো ২০দিন ধরে আমদানি বন্ধ ছিল। যদি বাজারে ভারতীয় পেঁয়াজের দাম পাওয়া যায় আমদানি অবহৃতের পাশাপাশি ঈদের আগে আমদানি আরও বাড়বে।

অভ্যন্তরীণ বাজারে সংকট দেখিয়ে ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। সেই নিষেধাজ্ঞা গেলো ৪ মে তুলে নিয়ে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে দেশটি। ৪০ শতাংশ শুল্ক দিয়ে গেল ১৪ মে পেঁয়াজ আমদানি করে লোকসানে পড়েন হিলি স্থলবন্দরের এক আমদানিকারক। এরপর থেকে বন্ধ হয়ে যায় পেঁয়াজ আমদানি। প্রতি মেট্রিক টন পেঁয়াজ ৫৫০ মার্কিন ডলারে পেঁয়াজ আমদানি হচ্ছে আর প্রতিকেজিতে শুল্ক দিতে হচ্ছে প্রায় সাত টাকার মতো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে